
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
Liverpool vs Arsenal: রবিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে এফএ কাপের তৃতীয় রাউন্ডে আর্সেনালকে ২-০ ব্যবধানে হারিয়ে দিল লিভারপুল। আত্মঘাতী গোল করে লিভারপুলকে এগিয়ে দেন ইয়াকুব কিভিওর। ম্যাচের অন্য গোলটি করেন লুইস দিয়াজ। আসলে নতুন বছরেও শুরুটা আর্সেনালের জন্য ভালো হল না, বলা চলে যে তাদের দুর্দশা কাটলো না। সবশেষ এফএ কাপের তৃতীয় রাউন্ডে তারা হেরে গেল।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলা শুরু করেছিল আর্সেনাল। প্রথম সুযোগও তারাই তৈরি করেছিল। ম্যাচের তৃতীয় মিনিটেই লিভারপুলের রক্ষণে আতঙ্ক সৃষ্টি করেছিল। কিন্তু রেইসিস নেলসন ঠিকঠাক শট নিতে পারেননি ও ম্যাচে প্রথমবার রক্ষা পায় লিভারুপল। ম্যাচের দ্বাদশ মিনিটে দারুণ শটে ক্রসবার কাঁপান মার্টিন ওডেগার। প্রথমার্ধে আরও কয়েকটি আক্রমণ করেছিল আর্সেনাল। কিন্তু গোল পায়নি তারা।
তবে বিরতির পর খেলার রঙ যেন পুরো বদলে যায়। এবারে লিভারপুল আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। বারবার আর্সেনালের রক্ষণে ভয় ধরিয়ে দেয় লিভারপুলের আক্রমণাত্মক মেজাজ। তবে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ৮০তম মিনিট পর্যন্ত। আলেক্সান্ডার আর্নল্ডের ফ্রি-কিক থেকে হেডে আত্মঘাতী গোলটি করেন আর্সেনাল ডিফেন্ডার ইয়াকুব। যোগ করা সময়ে পাল্টা আক্রমণ থেকে গোল করেন দিয়াস। জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে ক্লপের শিষ্যরা।
বড় দিনের ছুটিতে যাওয়ার আগেই মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও লিভারপুল। সেই ম্যাচ ১–১ সমতায় শেষ হয়েছিল। গত বছর মুখোমুখি হওয়া আরেক ম্যাচও ২–২ গোলে ড্র করেছিল দুই প্রতিপক্ষ। ওই দুটি ম্যাচই ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে। তবে এদিন এফএ কাপে দুই দলের আরেকটি লড়াইও নিষ্ফলা মহারণের দিকে এগোচ্ছিল। ৭৯ মিনিট পর্যন্তও কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। অবশেষে ৮০ মিনিটে ‘ডেড লক’ ভাঙল। গোল করলেন আর্সেনালের ইয়াকুব কিভিওর। কিন্তু তরুণ এই পোলিশ ডিফেন্ডার নিজেদের জালেই বল জড়ালেন।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে পিছিয়ে পড়ার পর সমতা ফিরে পেতে মরিয়া চেষ্টা চালায় আর্সেনাল। শেষ দিকে রক্ষণভাগও ওপরে উঠে খেলতে থাকে। অরক্ষিত রক্ষণের সুযোগ নিয়ে যোগ করা সময়ে ব্যবধান বাড়ান লুইজ দিয়াজ। ২–০ গোলের জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেল লিভারপুল।
প্রতিযোগিতাটির ইতিহাসের সফলতম দল (১৪ বারের চ্যাম্পিয়ন) আর্সেনাল বিদায় নিল তৃতীয় রাউন্ড থেকেই। চতুর্থ রাউন্ডে লিভারপুলের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। এদিনের ম্যাচে সুযোগ নষ্টের খেসারত দিতে হল আর্সেনালকে। এনিয়ে আর্সেনাল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হেরে গেল। লিভারপুলের আগে, ওয়েস্ট হাম ও ফুলহামের বিরুদ্ধেও হেরেছে আর্সেনাল। অন্য ম্যাচে হাডারসেফিল্ডকে ৫-০ হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports