প্রয়াত হলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রাক্তন হেড কোচ সোভেন-গোরান এরিকসন। ডেভিড বেকহ্যাম, মাইকেল ওয়েন, ডেভিড সিম্যানদের প্রাক্তন হেডস্যার তিনি। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। আজ শেষনিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। ইউরোপীয় ফুটবলে বেশ জনপ্রিয় এবং দক্ষ ম্যানেজার ছিলেন তিনি। জাতীয় দলের পাশাপাশি ক্লাব পর্যায়েও তিনি চুটিয়ে প্রশিক্ষণ করিয়েছিলেন। ম্যানেজার হিসেবে তাঁর সাফল্যও কম নয়।
প্রসঙ্গত গত জানুয়ারিতেই তাঁর এই রোগটি ধরা পড়ে। ডাক্তাররা জানিয়ে দিয়েছিলেন, তিনি ক্যানসার আক্রান্ত। তাঁর ক্যানসার ধরা পড়েছিল প্রায় শেষ পর্যায়ে। ফলে খুব বেশি চিকিৎসারও সুযোগ হয়নি। যে সময়ে তাঁর ক্যানসার ধরা পড়েছিল, সেই সময়েই তিনি জানিয়েছিলেন তাঁর হাতে আর বড়জোর একটা বছর সময় রয়েছে।
ইংল্যান্ডের সিনিয়র ফুটবল দলের প্রথম নন-ব্রিটিশ (অর্থাৎ ব্রিটিশ নন) কোচ ছিলেন তিনি। এরিকসনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর এজেন্ট বো গুস্তাবসন। গুস্তাবসন জানিয়েছেন, ‘আজ সকালে নিজের বাড়িতে মৃত্যু হয়েছে এরিকসনের। তাঁর মৃত্যুর সময়ে পরিবারের সদস্যরা তাঁর পাশে উপস্থিত ছিলেন। জাতীয় দল,ক্লাব ফুটবল মিলিয়ে তিনি চার দশক কোচিং করিয়েছেন। মোট ১৭টি দলকে কোচিং করিয়েছেন তিনি। সবমিলিয়ে জিতেছেন ১৮টি ট্রফি। ১৯৭৭ সালে সুইডিশ ক্লাব ডেগেরফোর্স আইএফকে দিয়ে শুরু হয়েছিল তাঁর কোচিং কেরিয়ারের।’
কোচ হিসেবে তাঁর সর্বশেষ মিশন ছিল ফিলিপিন্সের জাতীয় দল। ২০১৯ সালে কোচিংকে বিদায় জানিয়েছিলেন সুইডিশ কোচ। ২০০১-০৬ পর্যন্ত পাঁচ বছর ইংল্যান্ডের দায়িত্বে ছিলেন তিনি। ওই পাঁচ বছরের মধ্যে তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে খেলেছিল ইংল্যান্ড। ২০০২ ও ২০০৬ সালের ফিফা বিশ্বকাপের পাশাপাশি ২০০৪ সালের ইউরোর কোয়ার্টার ফাইনালে খেলেছিল ইংল্যান্ড। ক্লাব ফুটবলে ম্যাঞ্চেস্টার সিটি, লেস্টার সিটি, এএস রোমার মতো দলের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তাঁর কোচিংয়ে ৫-১ গোলে জার্মানিকে হারিয়েছিল ইংল্যান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।