
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
একেই বলে, রাখে হরি, মারে কে…. বুধবার ইস্টবেঙ্গল-হায়দরাবাদ এফসি ম্যাচের পর এই প্রবাদটাই হয়তো আওড়াচ্ছেন লাল-হলুদ সমর্থকেরা। ম্যাচের নির্দিষ্ট সময়ের একেবারে শেষ দিকে হায়দরাবাদ এফসি-র মনোজ মহম্মদের আত্মঘাতী গোল, সেই সঙ্গে ইনজুরি টাইমে মেসি বাউলির দুরন্ত গোল- যার নিটফল ৩ পয়েন্ট নিয়ে যুবভারতী ছাড়ল অস্কার ব্রুজোর দল। হায়দরাবাদ এফসি-কে ২-০ হারিয়ে আইএসএলের সুপার সিক্সে ওঠার ক্ষীণ আশার প্রদীপটুকু জ্বালিয়ে রাখল তারা। নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের সুপার সিক্সে ওঠার অঙ্কটা মারাত্মক জটিল। কিন্তু কথাতেই আছে, যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ।
সুপার সিক্সের লড়াইয়ে থাকতে হল, বুধবার হায়দরাবাদকে হারাতেই হত। কিন্তু লাল-হলুদের খেলায় সেই লড়াকু মেজাজটাই ছিল না। গা-ছাড়া ভাব, একের পর এক মিস পাস, গোল নষ্ট, ডিফেন্সের দশাও তথৈবচ, সব মিলিয়ে ঘরের মাঠে খেলা হলেও, লাল-হলুদ ফুটবলারদের মধ্যে জয়ের তাগিদটুকু লক্ষ্য করা যায়নি। হায়দরাবাদের মতো তথাকথিত দুর্বল দলের বিরুদ্ধেও গোলই করে উঠতে পারেননি অস্কার ব্রুজোর ছেলেরা। বরং অ্যাওয়ে ম্যাচ অনেক দাপুটে ফুটবল খেলছিল হায়দরাবাদ। পয়েন্ট টেবিলের ১২ নম্বরে থাকা দলের বিরুদ্ধে গোলের মুখ খুলতেই নাস্তানাবুদ হল ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: হার্দিক, শামির ওয়ালপেপারে কার ছবি আছে জানেন? শ্রেয়স, জাড্ডুর ফোন লিস্টে শেষ কল কার?
ম্যাচের প্রথমার্ধে বরং বল দখলের লড়াইয়ে এগিয়েই ছিল হায়দরাবাদ। তবে তারাও গোলের সুযোগ কাজে লাগাতে পারছিল না। ইস্টবেঙ্গল পাল্টা আক্রমণে উঠলেও, গোলের মুখ খোলেনি। দ্বিতীয়ার্ধে কিছুটা গা-ঝাড়া দিয়ে উঠেছিল লাল-হলুদ। তবে হায়দরাবাদের ডিফেন্স তারা ভাঙতে পারেনি। গোটা ম্যাচে একাধিক কর্নার পেয়েও, সেগুলি কাজে লাগাতে পারেনি লাল-হলুদ। ৮৫ মিনিট পর্যন্ত খেলার ফল, গোললেস। যখন সকলে ধরেই নিয়েছে, ম্যাচটি ড্র হতে চলেছে। এবং সুপার সিক্সে ওঠার ক্ষীণ আশাটুকুও শেষ ইস্টবেঙ্গলের, তখনই বদলে গেল ছবিটা।
আরও পড়ুন: অ্যান্ডারসনকে টপকে ইংল্যান্ডের দ্রুততম ৫০ উইকেটের মালিক এখন জোফ্রা, হল আরও নজির
আসলে ভাগ্যটা সহায় ছিল ক্রেসপোদের। যে কারণে ম্যাচের ৮৬ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন মনোজ মহম্মদ। কর্নার পেয়েছিল লাল-হলুদ। কর্নার থেকে বল তুলেছিলেন সেলিস। সেই বলে মাথা ছোঁয়ানোর চেষ্টা করেছিলেন ডেভিড। কিন্তু বলে মাথায় লাগে হায়দরাবাদের মহম্মদের। আর বল তাঁর মাথায় লেগেই জালে জড়িয়ে যায়। এই গোলটিই ম্যাচের রং বদলে দেয়। এর পর ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে মেসির বাউলির একক দক্ষতায় দুরন্ত গোল। মাঝমাঠ থেকে বল ধরে নিয়ে উপরে উঠে কার্যত ফাঁকা গোলে বল ঠেলে দেন মেসি। সেই সঙ্গে ব্যবধান বাড়াল লাল-হলুদ। ঘরের মাঠে জয় পেয়ে পয়েন্ট টেবলের আটে উঠে এল তারা। এই নিয়ে জয়ের হ্যাটট্রিক করল ব্রুজো ব্রিগেড। আইএসএলে এই প্রথম বার জয়ের হ্যাটট্রিক করল তারা। পাশাপাশি নিজেদের সবচেয়ে বেশি পয়েন্টও এই মরশুমেই পেল লাল-হলুদ ব্রিগেড।
আরও পড়ুন: Champions Trophy-তে সবচেয়ে নিষ্ঠুর এই ভারতীয় দল… কেন এমন বললেন বিশ্বকাপজয়ী কোচ
আইএসএলের লিগশিল্ড জিতে নিয়েছে মোহনবাগান এসজি। বাকি দলগুলির কাছে লড়াই এখন প্রথম ছয়ের মধ্যে থাকার। বুধবার ইস্টবেঙ্গল উঠে এসেছে অষ্টম স্থানে। এদিন তারা জিতে ২২ ম্যাচে ২৭ পয়েন্টে পৌঁছল। লাল-হলুদের বাকি আরও দু'টি ম্যাচ। সেই দু'টি ম্যাচ জিতলে সর্বোচ্চ ৩৩ পয়েন্টে পৌঁছতে পারে ইস্টবেঙ্গল। প্রথম ছয়ের মধ্যে থাকা নর্থইস্ট ইউনাইটেড এবং মুম্বই সিটি রয়েছে ৩২ পয়েন্টে। তারা যদি আর পয়েন্ট না পায়, তা হলেই প্রথম ছয়ে থাকতে পারবে লাল-হলুদ। এছাড়াও পয়েন্ট নষ্ট করতে হবে ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স, পঞ্জাব এফসিকেও। মোদ্দা কথা, একেবারে সরু সুতোর উপর ঝুলছে লাল-হলুদের ভাগ্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports