আর কিছু ঘণ্টার অপেক্ষা, কলকাতার পথে এমিলিয়ানো, প্রকাশ্যে এল ছবি Updated: 02 Jul 2023, 08:07 PM IST Tania Roy বিশ্বজয়ী গোলকিপারকে একেবার চোখে দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমী গোটা শহর। সোমবার তিনি শহরে আসবেন। থাকবেন ৫ জুলাই পর্যন্ত। ইতিমধ্যে কলকাতায় আসার জন্য রওনা দিয়েছেন মার্টিনেজ।