চলে গিয়েছে মহালয়া, পুজোর ঢাকে কাঠি পড়েছে ইতিমধ্যেই। উৎসব মুখর বাঙালি এখন থেকেই ভিড় জমাতে শুরু করে দিয়েছে প্যান্ডেলে প্যান্ডেলে। পিছিয়ে নেই মোহনবাগানের তিন ফুটবলারও। সম্প্রতি এক বিজ্ঞাপনে ধুতি পাঞ্জাবি পরে খাঁটি বাঙালি সাজে ধরা দেন সবুজ-মেরুনের তারকা ফুটবলার বিশাল কাইথ, শুভাশিস বোস এবংদিমি পেত্রাতোস। সেই ভিডিয়ো ইতিমধ্যেই মন কেড়েছে আপামর মোহনবাগান প্রেমীর, ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
মোহনবাগান সুপার জায়ান্ট তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে দিন কয়েক আগে ভিডিয়োটি পোস্ট করে। মূলত SRMB TMT বারের বিজ্ঞাপন এটি। যেখানে দেখা যাচ্ছে ডিফেন্ডার শুভাশিস বোস এবং গোলরক্ষক বিশাল কাইথ ধুতি -পাঞ্জাবি পরে দিমির জন্য অপেক্ষা করছেন। তাঁরা নিজেদের মধ্যে কথা বলছেন পেত্রাতোসের দেরি করা নিয়ে। এমত অবস্থায় গলায় ক্যামেরা ঝুলিয়ে বাঙালি পোশাকে হাজির হন দিমি। দেখে অবাক হয়ে যান বিশাল-শুভাশিস। এরপরই দিমি জিজ্ঞেস করেন- ‘প্যান্ডেল হপিং হবে না?’, জবাবে বিশাল জানান ‘হবে হবে’। পাশ থেকে শুভাশিষ বলে ওঠেন - ‘গুরু কী লাগছে’। ভয়েসওভারে উল্লেখ করা হয়, ‘বাংলার উৎসবে মেতে উঠেছে বাংলার প্রিয় দল’। স্বল্প সময়ের এই ভিডিয়ো দেখে বেশ খুশি মোহনবাগান জনতা। বিশেষত দিমি-বিশালের মতো অবাঙালিদের মুখ থেকে বাংলা ভাষা বেশি মন কেড়েছে নেট দুনিয়ার।
প্রসঙ্গত, ISL-এ এবছর শুরুটা মোহনবাগানের খুব ভালো হয়নি। এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে তারা। তার মধ্যে ১টি জিতেছে, ১টি ম্যাচ ড্র করেছে এবং ১টিতে পরাজিত হয়েছে। গতবারের লিগ শিল্ড চ্যাম্পিয়নদের এরকম শুরুটা মোটেও ভালো ভাবে মানতে পারছেন না সমর্থকরা। তাঁরা এর জন্য কোচ মোলিনাকেই দায়ী করছেন। কিন্তু এটাও ঠিক এবছর দিমিরা নিজেদের ছন্দেও নেই। মরশুম সবে মাত্র শুরু হয়েছে, লিগে এখনও অনেক ম্যাচ বাকি, আগামীতে কী হবে তা সময় বলবে।
তবে শুধু ISL নয়, AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচে রাভশানের বিরুদ্বেও ড্র করে মোহনবাগান। দ্বিতীয় ম্যাচ ট্রাক্টর এফসির সঙ্গে ছিল। কিন্তু ইরানে যুদ্ধের আবহে খেলতে যায়নি তারা। মূলত কারণ হিসাবে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করা হয়। শনিবার মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমখি হবে মহামেডান এসসির। প্রথমবার ISL-এর মঞ্চে একে অপরের বিরুদ্ধে খেলবে এই দু’দল। কলকাতার ‘মিনি ডার্বিকে’ কেন্দ্র করে উত্তেজনা চড়ছে সমর্থকদের মধ্যে। বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে রয়েছে মোহনবাগান। সমসংখ্যক পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে মহামেডান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।