দেওধর ট্রফির প্রথম ম্যাচে ক্যাপ্টেন্সির চাপ সামলাতে পারলেন না বেঙ্কটেশ আইয়ার। কেকেআরের তারকা অল-রাউন্ডার মধ্যাঞ্চলকে নেতৃত্ব দিতে নেমে ব্যাট হাতে ব্যর্থ হন। পরে কৃপণ বোলিং করলেও উইকেট তুলতে পারেননি আইয়ার। পূর্বাঞ্চলের সামনে বড়সড় লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দিতে না পারায় ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় বেঙ্কটেশের মধ্যাঞ্চলকে।
রিঙ্কু সিং যদিও নিজের দুর্দান্ত ফর্ম জারি রাখেন। আইপিএলের পরে দলীপ ট্রফিতে ব্যাট হাতে নজর কাড়েন রিঙ্কু। এবার দেওধর ট্রফির প্রথম ম্যাচেই লড়াকু হাফ-সেঞ্চুরি করেন তিনি। যদিও দল হারায় ব্যর্থ হয় রিঙ্কুর একক লড়াই।
পুদুচেরি ক্রিকেট সংস্থার তিন নম্বর মাঠে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মধ্যাঞ্চল। তারা নির্ধারিত ৫০ ওভারে ২০৭ রান তুলে অল-আউট হয়ে যায়। রিঙ্কু সিং দলের হয়ে সব থেকে বেশি ৫৪ রান করেন। ৬৩ বলের ইনিংসে তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। বেঙ্কটেশ আইয়ার ১টি বাউন্ডারির সাহায্য়ে ১৪ বলে ৮ রান করে মাঠ ছাড়েন।
এছাড়া ওপেন করতে নেমে উইকেটকিপার আরিয়ান জুয়েল ৩৯ রান করেন। সাত নম্বরে ব্যাট করতে নেমে করণ শর্মা করেন ৩২ রান। মাধব কৌশিক ১৩, যশ দুবে ১৭, শিবম চৌধরী ২২, আদিত্য সারওয়াটে ৩, শিবম মাভি ৪, যশ ঠাকুর ৫ ও অনিকেত চৌধরী ২ রানের যোগদান রাখেন। পূর্বাঞ্চলের হয়ে ৩টি করে উইকেট নেন মণিশঙ্কর মুরাসিং, আকাশ দীপ ও শাহবাজ আহমেদ। ১টি উইকেট নেন উৎকর্ষ সিং। উইকেট পাননি মুখতার হুসেন ও অভিনব চৌধুরী।
জবাবে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চল ধীরে-সুস্থে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারা ৪৬.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২০৮ রান তুলে নেয়। ২৩ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে সৌরভ তিওয়ারির নেতৃত্বাধীন পূর্বাঞ্চল।
ক্যাপ্টেন সৌরভ টেস্টসুলভ ঠুকঠুকে ইনিংস খেললেও পূর্বাঞ্চলকে জয় এনে দেন তিওয়ারির ঝাড়খণ্ডের সতীর্থ উৎকর্ষ সিং। সৌরভ ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ১৬ রান করে আউট হন। উৎকর্ষ ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০৪ বলে ৮৯ রান করে সাজঘরে ফেরেন। নিশ্চিত শতরান হাতছাড়া করেন উৎকর্ষ।
ওপেন করতে নেমে বংলার অভিমন্যু ঈশ্বরন ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৫ বলে ৩৮ রান করেন। বিরাট সিং ১৫ বলে ১২ রান করে মাঠ ছাড়েন। সুভ্রাংশু সেনাপতি ৩৩ ও কুমার কুশাগ্র ৬ রান করে অপরাজিত থাকেন। মধ্যাঞ্চলের হয়ে করণ শর্মা ৩টি ও আদিত্য সারওয়াটে ১টি উইকেট নেন। বেঙ্কটেশ আইয়ার ৬ ওভার বল করে ২৮ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।