
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্যারিসে তিরন্দাজি বিশ্বকাপের রিকার্ভ বিভাগে ফাইনালে চাইনিজ তাইপের মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা তিরন্দাজি দল। ছিল সোনা জয়ের হাতছানি। তবে দীপিকা কুমারী, অঙ্কিতা ভগত ও সিমরনজিৎ কাউরকে নিয়ে গড়া ভারতীয় দল একপেশে ফাইনালে স্ট্রেট সেটে পরাজিত হল।
ভারতীয় ত্রিমূর্তিই ব্য়ক্তিগত কোয়ালিফাইিং রাউন্ডে প্রথম ৩০-র মধ্যে না থাকতে পারায় ভারতীয় দল ১৩ নম্বর বাছাই হয়েছিল। ফাইনালে তারা ৫-১ (৫৩-৫৬, ৫৬-৫৬ এবং ৫৩-৫৬) স্কোরলাইনে পরাজিত হয়ে রুপো জিতলেন। চাইনিজ তাইপে দলে ছিলেন রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী লেই চিয়েন-ইয়ং। তাঁর তাইপে দল প্রথম রাউন্ড থেকেই ভারতকে চাপে ফেলে দেয়। তাইপে প্রথম রাউন্ডে দুইটি ১০ এবং চারটি নয় পায়। অপরদিকে, ভারতের একটি ৭ পয়েন্ট পাওয়ায় তারা অনেকটাই পিছিয়ে যায়, যা সেটেও পার্থক্য গড়ে দেয়।
আরও পড়ুন:- ‘বুলস আই’ অভিষেক-জ্যোতির, তিরন্দাজি বিশ্বকাপে কম্পাউন্ড মিক্সডে সোনা জয় ভারতের
আরও পড়ুন:- আর্চারি বিশ্বকাপে ভারতের হয়ে ব্রোঞ্জ জয় রিধি ফোর, অঙ্কিতা ভরত, কোমালিকা বারির
দ্বিতীয় সেটে দীপিকারা কামব্যাক করে ড্র করেন। তবে তৃতীয় সেটে যেই কি সেই। মন্দের ভাল বলতে টোকিও অলিম্পিক্সের পর কামব্যাক ঘটানো দীপিকা কুমারীর টুর্নামেন্টটা একেবারে হতাশার সঙ্গে শেষ হল না। এই বিশ্বকাপে ভারতীয় দল একটি সোনা, একটি ব্রোঞ্জ আগেই জিতেছিল, এবার রুপো জিতে তিনটি পদক নিয়ে টুর্নামেন্ট শেষ করল। এই রুপো জয়ে প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতেও দীপিকাদের অনেকটাই সুবিধা হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports