
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
তথাকথিত ছোট দল বলে আয়ারল্যান্ডে বিরুদ্ধে দীপক হুডার সেঞ্চুরিকে খাটো করে দেখা যাবে না কখনই। কেননা হুডার এই শতরান আর যাই হোক, ফ্লুক নয় মোটেও। গত ৮ মাসে টি-২০ ক্রিকেটে হুডার ধারাবাহিকতা রীতিমতো চমকে দেবে।
প্রথমে রাজস্থানের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেন তিনি। পরে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে রং ছড়ান। এবার জাতীয় দলের হয়ে পরপর ২টি ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেন হুডা।
মুস্তাক আলি ট্রফির ৬টি ইনিংসে ব্যাট করতে নেমে ৭৩.৫০ গড়ে ২৯৪ রান সংগ্রহ করেন দীপক। স্ট্রাইক-রেট ছিল ১৬৮.০০। তিনি ৪টি হাফ-সেঞ্চুরি করেন। ছক্কা হাঁকান ১৭টি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন হুডা।
পরে আইপিএলের ১৪টি ইনিংসে ব্যাট করতে নেমে ৩২.২১ গড়ে ৪৫১ রান সংগ্রহ করেন দীপক। স্ট্রাইক-রেট ছিল ১৩৬.৬৬। তিনি ৪টি হাফ-সেঞ্চুরি করেন এবং ১৮টি ছক্কা মারেন।
ডাবলিনে দ্বিতীয় টি-২০ ম্যাচে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলার আগে প্রথম ম্যাচেও ঝোড়ো ব্যাটিং করেন হুডা। ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিনি। সুতরাং, মুস্তাক আলি, আইপিএল ও আয়ারল্যান্ড সিরিজ মিলিয়ে শেষ ২২টি টি-২০ ইনিংসে হুডা ৮টি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি করেন। এমন ধারাবাহিকতা সাম্প্রতিক সময়ে কুব কম ক্রিকেটারের মধ্যেই দেখা হিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus