উইমেন্স প্রিমিয়র লিগ খেলার ইচ্ছা থাকলেও উদ্বোধনী মরশুমে দল পাননি ড্যানি ওয়াট। ফলে এবছর ডব্লিউপিএলে মাঠে নামা হচ্ছে না ব্রিটিশ তারকার। যদিও ভারতের প্রতিবেশী দেশে মাঠ মাতাচ্ছেন ড্যানি। পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজিত উইমেন্স লিগ প্রদর্শনী ম্যাচে নিশ্চিত শতরান হাতছাড়া করলেন তিনি। তাঁর ধ্বংসাত্মক ইনিংসের সুবাদেই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে সুপার উইমেনকে বড় ব্যবধানে পরাজিত করে অ্যামাজনস।
মেয়েদের পূর্ণাঙ্গ টি-২০ লিগ আয়োজনের আগে পাক ক্রিকেট বোর্ড মহিলাদের দু'টি দল গড়ে তিনটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নেয়। অ্যামাজনস দলের নেতৃত্ব তুলে দেওয়া হয় বিসমাহ মারুফের হাতে। সুপার উইমেন দলের ক্যাপ্টেন নিযুক্ত হন নিদা দার।
পিএসএলের মাঝেই আয়োজিত প্রথম প্রদর্শনী ম্যাচে সুপার উইমেন ৮ উইকেটে হারিয়ে দেয় অ্যামাজনসকে। শুক্রবার দ্বিতীয় প্রদর্শনী ম্যাচে অ্যামাজনস ৪১ রানে পরাজিত করে সুপার উইমেনকে। অর্থাৎ, তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় দাঁড়িয়ে যায়। শনিবার তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে পুনরায় মুখোমুখি হবে দু'দল।
আরও পড়ুন:- LLC 2023: রায়না থেকে গেইল, আখতার থেকে ফিঞ্চ, লেজেন্ডস লিগে তারার মেলা, দেখুন তিন দলের স্কোয়াড ও পূর্ণাঙ্গ সূচি
পাকিস্তানের মহিলা ক্রিকেটাররা ছাড়া বেশ কিছু বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন টুর্নামেন্টে। মূলত উইমেন্স প্রিমিয়র লিগে দল না পাওয়া ক্রিকেটারদেরই খেলতে দেখা যাচ্ছে পিসিবি আয়োজিত এই প্রদর্শনী সিরিজে। লরা উলভার্ট টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামেন। তবে গুজরাট জায়ান্টস শিবিরে যোগ দিতে তিনি পাকিস্তান থেকে ভারতে উড়ে আসেন তড়িঘড়ি।
শুক্রবার রাওয়ালপিন্ডিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অ্যামাজনস। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ড্যানি ওয়াট ৯৭ রান করে আউট হন। ৪৫ বলের ধ্বংসাত্মক ইনিংসে তিনি ১৭টি চার ও ৩টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- PSL 2023: পাকিস্তান সুপার লিগের ইতিহাসে সব থেকে বেশি রানে হার ইসলামাবাদের, লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেল কোয়েট্টা
এছাড়া বিসমাহ মারুফ ১১টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ৭৩ রান করেন। ট্যামি বিউমন্ট ১৩ ও টেস ফ্লিন্টফ ১৪ রানের যোগদান রাখেন। তুবা হাসান ২টি এবং লি তাহুহু ১টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে সুপার উইমেন ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৩ রানে আটকে যায়। লরেন উইনফিল্ড হিল ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৮০ রান করে সাজঘরে ফেরেন। ইরম জাভেদ করেন ২৮ রান। নিদা ৭ রান করে মাঠ ছাড়েন। ১৭ রানে ৪টি উইকেট নেন আনাম আমিন। ২টি উইকেট নেন ফতিমা সানা। ম্যাচের সেরা হয়েছেন ড্যানি ওয়াট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।