
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
যে কোনও পর্যায়ের ক্রিকেটেই পরপর তিন বলে তিনটি উইকেট নিয়েও অত্যন্ত কৃতিত্বের। সেটা যদি কোনও জাতীয় টুর্নামেন্টের ফাইনালে হয়, তবে নিজের কাছে তো বটেই, দলের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেকারণেই বিজয় হাজারে ট্রফির ফাইনালে চিরাগ জানির হ্যাটট্রিক স্মরণীয় হয়ে থাকবে সন্দেহ নেই।
আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মহারাষ্ট্রের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ফাইনালে মাঠে নামে সৌরাষ্ট্র। টস জিতে সৌরাষ্ট্র রান তাড়া করার সিদ্ধান্ত নেয়। পিচে বোলারদের জন্য যে সাহায্য ছিল, সেটা বোঝা যায় ম্যাচের গতিবিধি দেখেই।
অতি সতর্কভাবে ইনিংস শুরু করা মহারাষ্ট্র শেষেমেশ লড়াইয়ে রসদ সংগ্রহ করে নেয় ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড়ের দুর্দান্ত শতরানের সুবাদে। স্বাভাবিকভাবেই খেতাবি লড়াইয়ে গায়কোয়াড়ের সেঞ্চুরি প্রশংসিত হচ্ছে ভারতীয় ক্রিকেটমহলে। তবে এরই মাঝে স্পটলাইট কেড়ে নেন চিরাগ জানি।
আরও পড়ুন:- ৬,৪,৪,৪,৬,৩: ছয় বলে ৬টি চার মেরেও মন ভরেনি, এবার টেস্টের এক ওভারে ২৭ তুললেন হ্যারি ব্রুক
ইনিংসের ৪৯তম ওভারের প্রথম ৩বলে ৩টি উইকেট নিয়ে চিরাগ জানি ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন। তিনি ওভারের প্রথম বলে (৪৮.১ ওভারে) সৌরভ নাওয়ালেকে বোল্ড করেন। দ্বিতীয় বলে (৪৮.২ ওভারে) রাজবর্ধন হাঙ্গার্গেকরের স্টাম্প ছিটকে দেন। তৃতীয় বলে (৪৮.৩ ওভারে) এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান ভিকি ওস্তওয়ালকে।
চিরাগ শেষমেশ ১০ ওভার বল করে ১টি মেডেন-সহ ৪৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। শুরুতে ব্যাট করে মহারাষ্ট্র নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৮ রান সংগ্রহ করে। রুতুরাজ গায়কোয়াড় ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৩১ বলে ১০৮ রান করে সাজঘরে ফেরেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports