হেডিংলেতে অ্যাশেজের তৃতীয় টেস্টে ইংল্যান্ড জয় তুলে নিলেও ব্রিটিশ ক্রিকেটমহলে এখনও বেয়ারস্টোর বিতর্কিত আউটের রেশ তাজা। বরং লর্ডস টেস্টের সেই বিতর্কিত ঘটনা যে সংক্রামক রূপ নিচ্ছে, সেটা বোঝা যায় ইয়র্কশায়ার প্রিমিয়র লিগ নর্থের ম্যাচে।
শনিবার সাসে ক্রিকেট ক্লাব ও ইয়র্ক ক্রিকেট ক্লাবের মধ্যে ম্যাচে ফিরে আসে বেয়ারস্টোর সেই বিতর্কিত আউটের স্মৃতি। লর্ডসে কার্যত ডেড বলে বেয়ারস্টোকে অ্যালেক্স ক্যারির স্টাম্প-আউট (প্রাথমিকভাবে যা রান-আউট হিসেবে ঘোষণা করা হয়েছিল) করা দেখে ক্রিকেটের স্পিরিট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে সাসের ব্যাটার দিয়েগো রসিয়ারকে যেভাবে রান-আউট করেন ইয়র্ক ক্রিকেট ক্লাবের ফিল্ডাররা, তাতে ক্রিকেটের স্পিরিটের শ্রাদ্ধ করা হয়েছে বলা চলে।
বেয়ারস্টো বল উইকেটকিপারের কাছে যেতে দিয়ে নন-স্ট্রাইকার ব্যাটসম্যানের সঙ্গে কথা বলার জন্য যাচ্ছিলেন, সেই মুহূর্তে ক্যারি বল স্টাম্পে ছুঁড়ে মারেন। এক্ষেত্রে দিয়েগো যখন বল ডেড হয়ে গিয়েছে ধরে নিয়ে অপর প্রান্তের ব্যাটসম্যান টিম হ্যালকে তাঁর হাফ-সেঞ্চুরির জন্য অভিনন্দন জানাচ্ছে যাচ্ছিলেন, তখন তাকে রান-আউট করা হয়। যদিও মনে সংশয় ছিল বলে তিনি শেষ মুহূর্তে ক্রিজে ফেরার চেষ্টা করেন। তবে পারেননি। আম্পায়াররা নিজেদের মধ্যে আলোচনা করে দিয়েগোকে রান-আউট ঘোষণা করেন।
আরও পড়ুন:- World Cup 2023: পাঁচটি দলকে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে রাখলেন সৌরভ, কাদের উপর বাজি ধরলেন মহারাজ?
সাসের ইনিংসের ১৮.২ ওভারে ব্রেন্টের বলে ১ রান নিয়ে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন হ্যাল। নন-স্ট্রাইকার ব্যাটার রসিয়ার প্রান্ত বদল করে স্ট্রাইকার প্রান্তে আসেন। সিঙ্গল নিয়ে হাফ-সেঞ্চুরিতে পৌঁছনো হ্যাল চলে যান নন-স্ট্রাইকার প্রান্তে। দিয়েগো রসিয়ার স্ট্রাইকার প্রান্তে পৌঁছনোর পরে পুনরায় নন-স্ট্রাইকার প্রান্তের দিকে যাচ্ছিলেন হ্যালকে অভিনন্দন জানানোর জন্য। সেই সুযোগে ইয়র্কের ফিল্ডার বল ছুঁড়ে দেন কিপারের হাতে। কিপার স্টাম্প ভেঙে দিয়ে রান-আউটের আবেদন জানান। আম্পায়াররা সাজঘরে ফেরার নির্দেশ দেন রসিয়ারকে।
আরও পড়ুন:- Women's Ashes: টানা ৩৬টি সিরিজে অপরাজিত থাকার দৌড় থামল অস্ট্রেলিয়ার, T20-তে জিতে মেয়েদের অ্যাশেজে ভেসে রইল ইংল্যান্ড