ভারত এবং পাকিস্তান তাদের ২০২২ এশিয়া কাপ অভিযান শুরু করবে ২৮ অগস্ট দুবাইতে। সে দিনই ভারত-পাক মহারণ। যেহেতু এই দু'টি দল বর্তমানে দ্বিপাক্ষিক খেলায় অংশ নেয় না, তাই এশিয়া কাপ এবং আইসিসি ইভেন্টই একমাত্র জায়গা যেখানে ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়ে থাকে। যার ফলে অন্যান্য আইসিসি টুর্নামেন্ট বা এশিয়া কাপের ভারত-পাক মহারণ ঘিরে টিকিটের চাহিদা একেবারে তুঙ্গে থাকে। আর এই এশিয়া কাপে তো আবার তিন বার ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: পন্ত-কার্তিকের মধ্যে একজনকে বেছে ভারসাম্য ঠিক করতে হবে, দাবি প্রাক্তন নির্বাচকের
এক সংবাদিক সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন, যদি এশিয়া কাপে ভারত-পাকিস্তান তিন বার মুখোমুখি হয়, তবে কি ফলটা ভারতের বিরুদ্ধে ৩-০ হবে? নাকি এটা বাড়তি চাপ হবে? এই প্রশ্নের বুদ্ধি করে উত্তর দেন বাবর আজম। তিনি বলেন, ‘দেখুন চাপ কিচু নেইণ। আমরা অন্য ম্যাচের মতোই এটি খেলার চেষ্টা করব।’
আরও পড়ুন: রান করা নিয়ে ভাবেননি- নতুন ধারায় কোহলির মানিয়ে নেওয়া প্রসঙ্গে ভারতের প্রাক্তনী
এশিয়া কাপে ছ'টি দলকে দু'টি গ্রুপে বিভক্ত করা হয়েছে এবং প্রতিটি গ্রুপ থেকে শীর্ষে থাকা দু'টি করে টিম সুপার চারে উঠবে। এই চার দল একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলবে এবং এদের মধ্যে যে দু'টি দল শীর্ষে থাকবে, তারা ফাইনালে উঠবে। ভারত এবং পাকিস্তানকে গ্রুপ এ-তে রাখা হয়েছে। যা সম্ভাবনা রয়েছে, তাতে এই দুই দলই সুপার চারে উঠতে পারে। সে ক্ষেত্রে লিগ পর্বের পর আবার সুপার চারে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আর সুপার চারে দুই শীর্ষ দল হিসেবে শেষ করলে, তারা কিন্তু ফাইনালেও খেলবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।