সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের পারফর্ম্যান্স গ্রাফ যত নীচের দিকে নেমেছে, বাবর আজমের বিরুদ্ধে সমালোচনার ঝাঁঝ বেড়েছে ততই। সময়ে সময়ে সাংবাদিক সম্মেলনে একাধিক প্রশ্নের জবাব দিতে গিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে পাক দলনায়ককে। বাবরের সামনে সাংবাদিকদের অপ্রীতিকর প্রসঙ্গ উত্থাপন নতুন কিছু নয়। তবে তাই বলে সরাসরি কেউ তাঁকে বলে বসবেন যে, 'তাড়াতাড়িই আপনার কাছ থেকে টেস্ট ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হবে', এমনটা বোধহয় স্বপ্নেও ভাবেননি বাবর।
যদিও এবার বিন্দুমাত্র অস্বস্তিতে দেখায়নি পাক দলনায়ককে। বরং সপাট জবাব দিয়ে এমন প্রসঙ্গ উত্থাপন করা সাংবাদিকের মুখ বন্ধ করে দেন বাবর।
করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ড্র করার পরে সাংবাদিক সম্মলেন আসেন বাবর। সেখানেই প্রশ্ন করার সময়ে এক সাংবাদিক তাঁকে বলেন যে, ‘কিছু লোক বলছেন দলের উপর আপনার নিয়ন্ত্রণ আলগা হচ্ছে। পাকিস্তান দলের মধ্যে আপনার বন্ধুর সংখ্যা কমছে।’
আরও পড়ুন:- IND vs SL: নির্ভরতা দিতে পারেননি ত্রিপাঠী-অর্শদীপ, তৃতীয় T20 ম্যাচে কাদের মাঠে নামাবে ভারত? দেখুন সম্ভাব্য একাদশ
বাবর তৎক্ষণাৎ পালটা জানতে চান যে কোন বন্ধু? যদিও বাবরের প্রশ্নের জবাব না দিয়েই সংশ্লিষ্ট সাংবাদিক নিজের কথা জারি রাখেন। তিনি বলে চলেন, ‘যে থেকে শাহিদ আফ্রিদি (নির্বাচক হিসেবে) এসেছেন, এসেই একটা উইকেট উড়িয়েছেন। ওয়ান ডে'তে শান মাসুদকে ভাইস ক্যাপ্টেনের জায়গায় নিয়ে এসেছেন। তার পরে শোনা যাচ্ছে যে, আপনার থেকে তাড়াতাড়িই টেস্ট ক্যাপ্টেন্সি ছিনিয়ে নেওয়া হবে। এবিষয়ে আপনি কী বলবেন?’
এমন কাটছাঁট প্রশ্নের মুখে পড়ে বিন্দুমাত্র বিচলিত হননি বাবর। তিনি সপাটে জবাব দেন, ‘স্যার এটা আপনিই হয়ত জানেন কার ক্যাপ্টেন্সি কার কাচ্ছে যাচ্ছে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাজ মাঠে পারফর্ম করা এবং দলের কাছ থেকে সেরা পারফর্ম্যান্স আদায় করা।’
আরও পড়ুন:- Ranji Trophy: শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া মনোজদের, দেখে নিন রঞ্জির পয়েন্ট টেবিলে কত নম্বরে রয়েছে বাংলা
উল্লেখ্য, এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে পাকিস্তান খেতাব জিততে না পারায় সংক্ষিপ্ত ফর্ম্যাটে বাবরের নেতৃত্ব কেড়ে নেওয়ার দাবি উঠেছিল পাক ক্রিকেটমহলে। পরিবর্তে শাদব খানকে ক্যাপ্টেন করার দাবি তুলেছিলেন অনেকেই। পরে ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে পাকিস্তান তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় বাবর আজমের টেস্ট ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন উঠতে থাকে।
এক্ষেত্রে সদ্য টেস্টের প্রথম একাদশে কামব্যাক করা সরফরাজ আহমেদকে নেতৃত্বে ফেরানোর দাবি উঠতে শুরু করেছে। সরফরাজ আহমেদ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।