শুভব্রত মুখার্জি
যত কাণ্ড এই করোনাভাইরাসকে নিয়ে। ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে একেবারে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ কোভিড। কঠোর বিধিনিষেধের বেড়াজালে থাকতে হচ্ছে ক্রিকেটারদের।
তৃতীয় টেস্ট শুরুর আগে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়, কুইন্সল্যান্ডে কড়া করোনাভাইরাস বিধির জন্য ভারতীয় দলকে আবারও কঠোর নিভৃতবাসে থাকতে হবে। এমনকী খেলোয়াড়দের ঘরের বাইরে যেতে দেওয়া হবে না। রিপোর্ট মোতাবেক, বিষয়টি নিযে ভারত সরব হওয়ার পর হোটেলের বায়ো-বাবলের মধ্যে ক্রিকেটারদের ঘোরাফেরা করতে পারবেন বলে জানানো হয়েছে। তারইমধ্যে কুইসল্যান্ড প্রশাসনের তরফে কয়েকজনের কড়া মন্তব্য করা হয়। যদিও অজি ক্রিকেট বোর্ড জানিয়েছে, ব্রিসবেন থেকে টেস্ট সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেনি ভারত। অর্থাৎ বিসিসিআই ব্রিসবেনে চতুর্থ টেস্ট খেলার বিষয়ে আপত্তি জানায়নি বলে খবর। সিডনিতেও কড়া করোনা-বিধি জারি করা হয়েছে।
তবে সে বিষয়ে চিন্তিত নন ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে। বরং তিনি সাফ জানালেন, শুধুমাত্র খেলার উপর মনোনিবেশ করতে চান তাঁরা। বুধবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে রাহানে বলেন, ‘আমরা একেবারেই বিরক্ত নই। কিন্তু সিডনিতে জীবনযাপন পুরোপুরি স্বাভাবিক হওয়ায় কোয়ারেন্টাইনে চ্যালেঞ্জ আছে। আমরা একেবারেই বিরক্ত নই। আমরা জানি যে এখানে আমাদের অগ্রাধিকারের বিষয়টি কী।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।