
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
১৬ বছরের মণিপুরের মিডিয়াম পেসার ফেইরোইজাম সিং প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ম্যাচেই নজির গড়ে ফেলল। রঞ্জিতে অভিষেকেই নয় উইকেট নেওয়া চতুর্থ ভারতীয় বোলার হয়ে ইতিহাস লিখল মণিপুরের বাচ্চা ছেলেটি।
বুধবার রংপোতে সিকিমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্লেট গ্রুপ ম্যাচে এই মাইলফলক অর্জন করেন মণিপুরের ফেইরোইজাম। ডানহাতি বোলার ২২ ওভার বল করে ৫টি মেডেন ওভার করে। ৬৯ রান দিয়ে ৯ উইকেট তুলে নেয়। আর ১৬ বছরের কিশোরের দুরন্ত পারফরম্যান্সের হাত ধরে সিকিমকে ২২০ রানে অলআউট করে দেয় মণিপুর।
আরও পড়ুন: ৩ বছর বাদে Ranji Trophy-তে খেলতে নেমেই দাপুটে অর্ধশতরান- উপেক্ষার জবাব সঞ্জুর?
প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেকেই নয় উইকেট নেওয়া অন্য তিন বোলার হলেন বসন্ত রঞ্জনে (৯/৩৫, ১৯৫৬-৫৭), অমরজিৎ সিং (৯/৪৫, ১৯৭১-৭২) এবং সঞ্জয় যাদব (৯/৫২, ২০১৯-২০)
এটি ছিল প্রথম-শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে দশম সেরা বোলিং ফিগার। এবং অভিষেকের ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে চতুর্থ সেরা বোলিং ফিগার।
প্রথমে ব্যাট করে প্রথম দিনই ১৮৬ রানে অলআউট হয়ে যায় মণিপুর। প্রথম দিনের শেষে সিকিম কোনও উইকেট না হারিয়ে করেছিল ৫৮ রান। তবে বুধবার দ্বিতীয় দিন মণিপুর কিশোরের দাপটে তারা ২২০ রানে গুটিয়ে যায়।
আরও পড়ুন: ইডেনে বাংলার পথের কাঁটা সেই রিঙ্কু, লড়াই চলছে জোরদার
অল্পের জন্য ১০ নম্বর উইকেটটি হাতছাড়া হয় ফেইরোইজামের। মণিপুরের রেক্স রাজকুমার একটি উইকেট নেন। তিনি অন্বেষ শর্মাকে (৩৯) আউট করে সিকিমের ইনিংস ৭৩.১ ওভারে গুটিয়ে দেন। তবে অন্বেষের ক্যাচটি ধরেন ফেইরোইজামই। অর্থাৎ ১০ নম্বর উইকেটের ক্ষেত্রেও তাঁর বড় ভূমিকা রয়েছে।
ব্রিটিশ অ্যালবার্ট মস (১০/৩৮, ১৮৮৯-৯০) এবং ফিটজ হিন্ডসই (১০/৩৬, ১৯০০-০১) প্রথম শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে অভিষেকে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। যে নজির অল্পের জন্য হাতছাড়া হল ফেইরোইজামের।
সিকিম তাও প্রথম ইনিংসে ৩৪ রানের লিড পায়। এবং দ্বিতীয় ইনিংসেও চাপে রয়েছে মণিপুর। তারা দ্বিতীয় দিনের শেষে ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে বসে রয়েছে। সব মিলিয়ে মণিপুর ছয় উইকেট অক্ষত রেখে মাত্র ২৫ রানে এগিয়ে আছে। সিকিমের সুমিত সিং একাই ২৩ রানে ৩ উইকেট তুলে নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports