Covid Immunity : কোভিড প্রতিরোধে শুধুমাত্র ভ্যাকসিনের থেকেও বেশি কার্যকরি এই বিষয়টি! কী জানাল হু?
Updated: 24 Jan 2023, 01:08 PM ISTহু বলছে, যাঁদের কোভিডের হাইব্রিড ইমিউনিটি রয়েছে, তাঁদের দেহে গুরুতর সংক্রমণের ৯৫ শতাংশ কম সম্ভাবনা রয়েছে তাঁদের তুলনায়, যাঁরা ভ্যাকসিন নেননি বা সংক্রমিত হননি। প্রসঙ্গত, বিশ্বজুড়ে একাধিক দেশে কোভিড হু হু করে বেড়ে যাচ্ছে। ওমিক্রনের বিএফ সেভেন ও এক্সবিবি ১.৫ ভ্যারিয়েন্টের প্রকোপ বেড়ে যাওয়ার ফলে এই প্রকোপ গিয়েছে বেড়ে।
পরবর্তী ফটো গ্যালারি