আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে চারটি জনসভা করতে চলেছেন নরেন্দ্র মোদী। তার মধ্যে একটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেরা ভবানীপুরে। বিজেপি সূত্রে এমনই খবর মিলেছে। সূত্রের খবর, সেদিনই বাংলার ভোটপ্রচারে ইতি টানবেন মোদী। তবে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তে যখন করোনাভাইরাসের কামড় অব্যাহত, তখন মোদীর চার জনসভা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।