WB Very Heavy Rain and Low Pressure: সাগরে মিশে গেল দুই ঘূর্ণাবর্ত, বাংলায় হবে অতিভারী বৃষ্টি, শঙ্কা প্রবল দুর্যোগের Updated: 24 Sep 2024, 10:13 AM IST Abhijit Chowdhury ক্রমেই রাজ্যের দিকে ধেয়ে আসছের দুর্যোগের ঘন কালো মেঘ। আজই সাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। এর জেরে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে জায়গায় জায়গায়। এদিকে আজও বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। এর জেরে জারি করা হয়েছে সতর্কতা।