WB Rain Chance and Weather till 2nd Jan: ফের হবে বৃষ্টি, তারপর হু হু করে নামবে পারদ, কেমন থাকবে আগামী ক'দিনের আবহাওয়া?
Updated: 27 Dec 2024, 04:05 PM IST Abhijit Chowdhury 27 Dec 2024 rain forecast, rain forecast in west bengal, rain forecast in kolkata, west bengal weather, winter in kolkata, kolkata temperature, বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে আবহাওয়া, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, শীতকাত, কলকাতার আবহাওয়ার পূর্বাভাস, কলকাতায় শীত, কলকাতায় ঠান্ডা, বাংলায় ঠান্ডদক্ষিণ থেকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে এর মধ্যে। আবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নামতে শুরু করবে বছরের শেষ লগ্নেই। নতুন বছরে তা আরও নীচে নামবে। এই আবহে জানুন আবহাওয়ার পূর্বাভাস।
পরবর্তী ফটো গ্যালারি