WB Rain Chance and Kolkata Weather till 8th Jan: ফের বৃষ্টি হতে পারে বাংলায়, চড়বে পারদ, শীতের আমেজ থাকবে আর কতদিন? Updated: 02 Jan 2025, 03:17 PM IST Abhijit Chowdhury সপ্তাহের শেষ দিকে ফের আবহাওয়ায় পরিবর্তনের পূর্বাভাস রয়েছে বাংলায়। উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে। এরপর ফের আরও একটি ঝঞ্ঝার প্রভাব পড়বে এই বঙ্গে। এই আবহে বাংলায় তাপমাত্রা বাড়তে পারে। বৃষ্টি হতে পারে কোনও কোনও জেলায়।