আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি কিছুটা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তবে আজ কলকাতায় মাঝারি বৃষ্টি হবে। এরপর সোমবার এবং মঙ্গলবার কলকাতা লাগোয়া একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।