WB Cyclone Rain and Weather Change Latest Update: শীঘ্রই 'খেলা' দেখাতে শুরু করবে ঘূর্ণিঝড়, পালটে যাবে বাংলার আবহাওয়াও Updated: 28 Nov 2024, 11:20 AM IST Abhijit Chowdhury এখনও বঙ্গোপসাগরে তৈরি হয়নি ঘূর্ণিঝড় ফেঙ্গল। তবে আজই আর কিছুক্ষণে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি না পড়লেও পরোক্ষ ভাবে পড়তে চলেছে বাংলাতে। এই আবহে হালকা বৃষ্টি হতে পারে কোনও কোনও জায়গায়। বাড়তে পারে তাপমাত্রা।