Vande Bharat Express: চালু হচ্ছে বাংলার চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস! অপেক্ষা ১টা ধাপের! কোন রুটে চলবে? Updated: 01 Sep 2023, 09:35 PM IST Ayan Das Vande Bharat Express: পশ্চিমবঙ্গের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে এবার। শুধু একটা ধাপ বাকি আছে। সেই ধাপ পেরিয়ে গেলেই ওই বন্দে ভারত এক্সপ্রেসের বাণিজ্যিক পরিষেবা শুরু করা হবে। কোন রুটে সেই বন্দে ভারত এক্সপ্রেস চলবে?