US approves MQ-9B drone sale: ৪ বিলিয়ন ডলারে আমেরিকা থেকে ভারতে আসবে ৩১টি ঘাতক ড্রোন, চূড়ান্ত শিলমোহর মার্কিন কংগ্রেসের Updated: 02 Feb 2024, 07:34 AM IST Abhijit Chowdhury কয়েক বিলিয়ন ডলার দিয়ে আমেরিকা থেকে ৩১টি এমকিউ-৯বি ড্রোন কেনার চুক্তি করেছিল ভারত। সেই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সবুজ সংকেত দিল মার্কিন কংগ্রেস। এই নিয়ে আমেরিকার ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে।