দিল্লি থেকে আমেরিকার সান ফ্রান্সিস্কোতে উড়ে যাওয়া বিমানকে ঘুরিয়ে দেওয়া হল রাশিয়ার দিকে। মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের জেরেই এআই১৮৩ উড়ানটিকে রাশিয়ায় অবতরণ করানো হয় বলে জানা গিয়েছে। বিমানে থাকা ২২৫ জন যাত্রী সহ ২৪৪ জন অবশ্য নিরাপদে আছেন বলে জানা গিয়েছে।