লন্ডনের টিউবে অবাক করা দৃশ্য! প্যান্ট না পরেই ভ্রমণ করছেন শ'য়ে শ'য়ে যাত্রী। ওপরে শার্ট, স্যুট, সোয়েটার সবই আছে। তবে নীচে নেই কোনও প্যান্ট। বিগত কয়েক বছর ধরেই জানুয়ারি ৮ 'নো ট্রাউজার টিউব ডে' হিসেবে পালিত হচ্ছে লন্ডনে। করোনা অতিমারীর পর অবশ্য এই প্রথম এই দিবসটি পালিত হল লন্ডনে।