Train Economy Meal in Bengal: শিয়ালদা সহ পূর্ব রেলের ২৯ স্টেশনে মিলবে ২০ টাকার খাবার, দেখুন তালিকা, জানুন মেনু Updated: 22 Jul 2023, 07:28 AM IST Abhijit Chowdhury ট্রেনের জেনারেল কামরার যাত্রীদের জন্য সম্প্রতি চালু হয়েছে 'ইকোনমি মিল'। মাত্র ২০ টাকায় পেট ভরে খাওয়া যাবে এবার থেকে। দেশ জুড়ে মোট ৬৪টি স্টেশনে চালু হয়েছে এই পরিষেবা। পূর্ব রেলের অন্তর্গত মোট ২৯টি স্টেশনে ২০ টাকায় খাবার পাবেন রেলের যাত্রীরা।