'এরকম নৃশংস কাজ করলে এনকাউন্টার হবে', ধর্ষকদের হুঁশিয়ারি তেলেঙ্গানার মন্ত্রী
Updated: 08 Dec 2019, 09:23 AM IST Ayan Das 08 Dec 2019 Telangana Minister, Animal Husbandry Minister Talasani Srinivas Yadav, Hyderabad gang rape and murder case, Hyderabad encounter, Hyderabad veterinary rape-murder case, Hyderabad rape case, Cyberabad police, Justice for Disha, alleged extrajudicial killing of four accused, হায়দরাবাদ এনকাউন্টার, হায়দরাবাদ খুন ও গণধর্ষণ ঘটনা, হায়দরাবাদ অভিযুক্ত মৃত, Hyderabad Police, Rape and murder accused, Telangana Minister Warns Rapistsহায়দরাবাদ গণধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্তদের এনকাউন্টার নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। মানবাধিকার সংগঠনগুলির অভিযোগ, এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। তাদের বক্তব্য, পুলিশের কাজ তদন্ত করা। বিচার করা দায়িত্ব আদালতের। যদিও পুলিশের পাশেই দাঁড়িয়েছেন তেলাঙ্গানার প্রাণীসম্পদ, মৎস্য ও চিত্রগ্রহণ মন্ত্রী তালাসানি শ্রীনিবাস। তিনি বলেন, 'এবার থেকে এরকম নৃশংস কাজ করলে এনকাউন্টার করা হবে'।
পরবর্তী ফটো গ্যালারি