১০০টি দেশে ১০টি ক্ষেত্রে ৩০টির মতো সংস্থা রয়েছে টাটার। নুন থেকে আইটি, গাড়ি থেকে স্টিল, নানা ক্ষেত্রে রয়েছে টাটার পদচিহ্ন। টাটা গোষ্ঠীর সব সংস্থা মিলিয়ে ১০ লাখের বেশি কর্মী কাজ করেন। ২০২৩-২৪ অর্থবর্ষে টাটা গোষ্ঠীর সব সংস্থার সম্মিলিত আয় ছিল ১৬৫ বিলিয়ন ডলার।