প্রধানমন্ত্রীর মার্কিন সফর নিয়ে সংবাদমাধ্যমে বেশ মাতামাতি চলছে। বিগত দিনে একাধিকবার আমেরিকার সফরে গিয়েছেন মোদী। তবে এই প্রথম তিনি রাষ্ট্রীয় আমন্ত্রণে মার্কিন মুলুকে পা রেখেছেন। এরই মাঝে আমেরিকায় মোদীর জনপ্রিয়তার বহু ছবি সামনে এসেছে। যদিও এক সমীক্ষায় দাবি, বহু মার্কিনি মোদীর নামই শোনেননি কোনওদিন।