অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শনিবার রাতেই মোহালি পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। মঙ্গলবার পিসিএ স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। রবিবার থেকে তার প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া।
শেয়ার করুন
2/9
শেয়ার করুন
নেট সেশনে মাঠের বাইরে বল পাঠাতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে। উল্লেখ্য, এ বারের এশিয়া কাপের পর ফের ২২ গজে ফিরছেন রোহিত। এশিয়া কাপ-২০২২ এ চারটি ইনিংসে রোহিত করেছিলেন যথাক্রমে ১২, ২১, ২৮ এবং ৭২ রান।
3/9
শেয়ার করুন
২০ তারিখ মোহালি, ২৩ তারিখ নাগপুর এবং ২৫ তারিখ হায়দরাবাদে অজিদের বিরুদ্ধে তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। পরের মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে।
4/9
শেয়ার করুন
বিরাট কোহলিকেও নেটে দীর্ঘক্ষণ ঘাম ঝড়াতে দেখা গিয়েছ। কোহলির পাশাপাশি কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ঋষভ পন্থদেরও নেটে অনুশীলন করতে দেখা গিয়েছে।
An absolute treat😍 Watch dedicatedly practicing his shots in the nets today during practice session
— Punjab Cricket Association (@pcacricket)
5/9
শেয়ার করুন
6/9
শেয়ার করুন
এশিয়া কাপে ভারতীয় দল নিজেদের খেতাব ডিফেন্ড করতে ব্যর্থ হলেও, ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। ওপেনার হিসাবেই আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন। বহু বিশেষজ্ঞই বিরাট কোহলিকে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ওপেনার হিসাবে খেলানোর দাবি জানিয়েছেন। তবে কোহলি নয়, রোহিত শর্মার সঙ্গে কেএল রাহুলই ভারতীয় দলের হয়ে ওপেন করতে চলেছেন। এমনটা ভারত অধিনায়ক নিজেই জানিয়েছেন।
7/9
শেয়ার করুন
এ দিকে করোনা আক্রান্ত হয়ে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি। শামির বদলি হিসাবে সাড়ে তিন বছর পর ভারতের সীমিত ওভারের দলে ফিরছেন উমেশ যাদব।
8/9
শেয়ার করুন
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতের সামনে রয়েছে উইকেটকিপার-ব্যাটারের দুই বিকল্প। ঋষভ পন্ত এবং দীনেশ কার্তিক। একজনকে মেন ইন ব্লুর একাদশে রাখবে নাকি দু'জনকেই খেলাবে, তা জানতে হলে নজর রাখতে হবে ২০ সেপ্টেম্বরের ম্যাচে।
9/9
শেয়ার করুন
এই সিরিজে নজর থাকবে জসপ্রীত বুমরাহ এবং হার্ষাল প্যাটেলের উপর। চোট সরিয়ে দলে ফিরেছে দুই পেসার। জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে দু'জনেই। চোটের জন্য এশিয়া কাপে খেলতে পারেনি। তবে এখন সম্পূর্ণ ফিট। দু'মাস পরে আবার জাতীয় দলে ফিরেছেন বুমরাহ এবং হার্ষাল। বিশ্বকাপের আগে আবার ছন্দে ফেরার চেষ্টার থাকবেন ভারতের দুই পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজকে গুরুত্ব দিচ্ছে উভয় দলই।