কড়া হেডস্যার লক্ষ্মীর কোচিংয়ে প্রথম দিনই ছ'টি পিচে, ৬ঘণ্টা ধরে অনুশীলন বাংলার Updated: 03 Aug 2022, 10:39 PM IST Tania Roy লক্ষ্মীরতন শুক্লার কোচিংয়ে নতুন মরসুমে বাংলা ক্রিকেট দল অনুশীলনে নেমে পড়ল। বঙ্গ ব্রিগেডের হেড কোচ হিসেবে কাজ শুরু করে দিলেন লক্ষ্মী। ছ’টি পিচে, ছ’ঘণ্টা ধরে অনুশীলন করলেন অভিমন্যু ঈশ্বরনরা। মরসুম শুরুর আগে এ ভাবেই অনুশীলন চলবে বলে জানা গিয়েছে।