Special Trains on Rath Yatra 2022: রথযাত্রা উপলক্ষ্যে আটটি স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। হাওড়া এবং শিয়ালদহ থেকে মোট চারটি ট্রেন ছাড়বে। বাকি চারটি ট্রেন ছাড়বে নবদ্বীপ ধাম এনং কৃষ্ণনগর থেকে। ওই ট্রেনগুলি যাত্রাপথের সব স্টেশনে দাঁড়াবে। কোন ট্রেন, কখন ছাড়বে, তা দেখে নিন -