SEBI on Adani in Supreme Court: ২০১৬ থেকেই কি আদানির বিরুদ্ধে তদন্ত চলছে? শীর্ষ আদালতে আসল তথ্য জানাল SEBI Updated: 15 May 2023, 02:10 PM IST Abhijit Chowdhury চলতি বছরের শুরু থেকেই দিন ভালো যাচ্ছে না আদানির। প্রথমে হিন্ডেনবার্গ রিসার্চের বিস্ফোরক রিপোর্ট। তার জেরে শেয়ারবাজারে ধস। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সেবির তদন্ত। এরই মাঝে দাবি করা হয়েছে, সেবি নাকি ২০১৬ সাল থেকেই আদানির বিরুদ্ধে তদন্ত করে চলেছে।