Amrit Station Project: নয়া লুকের জন্য শিয়ালদা পেল মাত্র ২৭ কোটি টাকা, আসানসোল ৪৩১ কোটি, বর্ধমান ৬৪ কোটি Updated: 05 Aug 2023, 08:31 PM IST Ayan Das Amrit Station Project: নয়া লুকের জন্য অমৃত স্টেশন প্রকল্পের আওতায় শিয়ালদা পেল মাত্র ২৭ কোটি টাকা। অন্যদিকে আসানসোল পাচ্ছে ৪৩১ কোটি টাকা। বর্ধমানের জন্য বরাদ্দ করা হয়েছে ৬৪ কোটি টাকা। যা নিয়ে প্রশ্ন উঠেছে।