৪ বছরেই বন্দুক চালাচ্ছে তৈমুর! হাতে ধরে শ্যুটিং শেখাচ্ছেন সইফ Updated: 02 Nov 2021, 11:40 AM IST Priyanka Bose দুই ছেলে তৈমুর এবং জেহ-কে নিয়ে রাজস্থানের জয়সলমেরে বেড়াতে গিয়েছেন সইফ এনং করিনা। সেখানে শ্যুটিং ক্যাম্প থেকে সইফ এবং তৈমুরের বেশ কিছু ছবি ভাইরাল। বাবা-ছেলের দুটি ‘সুপারহিট’, ছবি দেখে মন্তব্য নেটিজেনের।