'শহরের উপকথা' নিয়ে দর্শকদের সামনে আসছেন রাহুল-বাসবদত্তা Updated: 20 Jan 2021, 09:12 PM IST Priyanka Bose ভারতের পদ্মশ্রী সম্মাননাপ্রাপ্ত নাট্যকার বাদল সরকারের লেখা ‘বাকি ইতিহাস’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘শহরের উপকথা'। পরিচালনায় বাপ্পা। যার চিত্রনাট্য রচনা করেছেন জাতীয়পুরষ্কার প্রাপ্ত বাংলাদেশী স্ক্রিপ্ট রাইটার আশরাফ শিশির।