CPIM manifesto for Lok Sabha Election: RSS করলে সরকারি চাকরি থেকে ছাঁটাই, 'পুরনো' কাশ্মীর- ভোটে জিতলে কী কী করবে CPIM Updated: 04 Apr 2024, 05:24 PM IST Ayan Das আরআরএস করলে সরকারি চাকরি থেকে ছাঁটাই করা হবে। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের যে ৩৭০ ধারা প্রত্যাহার করেছে নরেন্দ্র মোদী সরকার, সেটা ফিরিয়ে আনা হবে। লোকসভা নির্বাচনের ইস্তাহারে কী কী প্রতিশ্রুতি দিল সিপিআইএম, সেই জেনে নিন।