RSS on reservation: যতদিন সমাজে বৈষম্য আছে সংরক্ষণ দরকার, সাফ কথা RSS প্রধানের, বিভেদ তাহলে তো সনাতনেই, কটাক্ষ কংগ্রেসের Updated: 07 Sep 2023, 09:18 PM IST Ayan Das কয়েক মাস পরেই লোকসভা ভোট। তারইমধ্যে সংরক্ষণের পক্ষে সওয়াল করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরআরএস)। সংঘ প্রধান মোহন ভাগবতের সেই সওয়ালের প্রেক্ষিতে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। হাত শিবিরের দাবি, সংঘের চিন্তাধারায় এখনও সংরক্ষণের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।