₹5000 Crores Investment in WB: দেশের বৃহত্তম... তৈরি হচ্ছে নয়া প্ল্যান্ট, একসঙ্গে ৫০০০ কোটির বিনিয়োগ এই বাংলায়
Updated: 15 Nov 2024, 02:15 PM ISTদেশের বৃহত্তম ফেনল প্ল্যান্ট তৈরি হতে চলেছে হলদিয়ায়। এই আবহে রাজ্যে ৫০০০ কোটির লগ্নি হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, হলদিয়া পেট্রোকেমের সম্প্রসারণ হবে। ২০২৬ সালের মার্চের মধ্যে সম্প্রসারিত অংশে উৎপাদন শুরু হয়ে যাবে। এর ফলে সংস্থার আয় বাড়বে বলে আশা করা হচ্ছে।
পরবর্তী ফটো গ্যালারি