বিমানটি দুবাই থেকে উড়ে নিকারাগুয়ার উদ্দেশে যাচ্ছিল। মাঝপথে ফ্রান্সে থেমেছিল সেটি। আর সেই বিমানে ছিলেন ৩০৩ ভারতীয়। তাদেরকে পাচার করার জন্যেই সেই বিমানে করে নিয়ে যাওয় হচ্ছিল বলে দাবি করা হচ্ছে। এই আবহে যে বিমানে করে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল, সেই উড়ান সংস্থার তরফ থেকে কী বলা হচ্ছে?