India vs New zealand CT ফাইনালের আগের দিন দেরিতে দুবাইয়ের মাঠে এলেন রোহিত-গিল! ছুটলেন গম্ভীরের কাছে! আলাদা ট্রেনিং কেন? Updated: 08 Mar 2025, 06:15 PM IST Moinak Mitra রবিবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে দীর্ঘক্ষণ কোচের সঙ্গে কথা বলতে দেখা গেল অধিনায়ক রোহিত শর্মাকে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠে এসেই কোচের সঙ্গে কথা বলতে চলে যান ভারত অধিনায়ক। শুভমন গিল এবং রোহিত শর্মা দেরিতে অনুশীলনে আসেন।