IPL 2025- ‘এখনও নিজেদের সেরা খেলা খেলিনি’! SRHকে হারিয়ে হুঙ্কার LSG অধিনায়কের! বললেন, জিতলে বেশি লাফালাফি করতে নেই Updated: 27 Mar 2025, 11:44 PM IST Moinak Mitra ম্যাচ শেষে পন্ত অবশ্য নিজের পারফরমেন্স এড়িয়ে দলের জয় নিয়েই বললেন, ‘দলের জন্য এটা বড় স্বস্তির দিক, কারণ আমরা প্রক্রিয়ার ওপরই সব সময় ভরসা করি। দল জিতলেই বেশি লাফালাফি করতে নেই, আবার হারলেও একদম ভেঙে পড়তে নেই’।