Rahul Gandhi's Comment on Indian Army: চিনের সেনার সামনে টিকবে না ৬ মাস প্রশিক্ষণ নেওয়া অগ্নিবীররা,মন্তব্য রাহুল গান্ধীর Updated: 09 Apr 2024, 07:08 AM IST Abhijit Chowdhury কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক যদি কেন্দ্রে সরকার গঠন করে, তাহলে অগ্নিবীর প্রকল্পকে বাতিল করা হবে বলে দাবি করা হয়েছে হাত শিবিরের ইস্তেহারে। এই আবেহ এবার অগ্নিবীরদের 'ক্ষমতা' নিয়ে প্রশ্ন তুলে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।