Rachin Ravindra records: সেঞ্চুরি করে বিশ্বকাপে ইতিহাস রাচিনের! ভাঙলেন সচিনের রেকর্ড, ছুঁলেন আরও ১টি নজির Updated: 04 Nov 2023, 02:11 PM IST Ayan Das বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করলেন রাচিন রবীন্দ্র। আর শতরানের সুবাদে একাধিক রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের তারকা। আজ তিনি ১০৮ রান করেন তিনি। যে শতরানের সুবাদে বড় রান তুলে ফেলেছে নিউজিল্যান্ড।