Photo Gallery: ‘আমাদের দেওয়ালে রাজনৈতিক দলকে লিখতে দেব না,’ সুর চড়াচ্ছেন কুড়মিরা Updated: 02 Jun 2023, 05:08 PM IST Satyen Pal সরস্বতী মাহাতো নামে এক আন্দোলকারী জানিয়েছেন, আমাদের ঝান্ডা অভিযান চলছে। কুড়মিদের অধিকার আদায়ের জন্য় এই আন্দোলন। আমরা এসটি ছিলাম। সেখান থেকে আমাদের ওবিসি করা হয়েছে। তারই প্রতিবাদে আমাদের আন্দোলন।