কানাডায় খতম হল গ্যাংস্টার ও খলিস্তান-পন্থী সুখদুল সিং তথা সুখা দুনেকে। অসমর্থিত সূত্রে খবর, বুধবার কানাডার উইনিপেগে দুই গ্যাংয়ের লড়াইয়ের মধ্যে দুনেকে খুন করা হয়। যে ঘটনার সঙ্গে খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার মিল আছে। গত ১৯ জুন গ্যাংয়ের লড়াইয়ে হরদীপের মৃত্যু হয়েছিল।