নতুন ভূমিকায়: এবার ব়্যাপার প্রিয়াঙ্কা সরকার! Updated: 06 Feb 2020, 07:23 PM IST HT Bangla Correspondent নায়িকা এবার গায়িকা। এতদিন নিজের অভিনয়ের জাদুতে দর্শকদের মন জিতেছেন প্রিয়াঙ্কা সরকার। এবার ব়্যাপ গাইলেন অভিনেত্রী। সান বাংলার নতুন শো সুপার বাঙালির জন্য এই ব়্যাপ সং রেকর্ড করেছেন প্রিয়াঙ্কা। শো সঞ্চালানার দায়িত্বে রয়েছেন তিনি।