PK's prediction on WB LS Vote: ফ্যাক্টর সন্দেশখালি, বাংলায় লোকসভা ভোটে BJP-র 'বটমলাইন' নিয়ে বড় দাবি PK-র, কী বলছে TMC Updated: 05 Apr 2024, 08:18 AM IST Abhijit Chowdhury গত লোকসভা নির্বাচনে রকেট গতিতে বাংলার মাটিতে উত্থান হয়েছিল বিজেপির। ৪২টির মধ্যে ১৮টি লোকসভা আসনে ফুটেছিল পদ্ম। খুবই চাপে পড়ে গিয়েছিল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। ২০২১ সালে অবশ্য বিধানসভা ভোটে 'কামব্যাক' করে তৃণমূল কংগ্রেস। তবে ২০২৪ সালে কী হবে?