Pongal South Indian Festival: আজ পালিত হচ্ছে ভোগী পোঙ্গল, এই উৎসব দক্ষিণ ভারতে কেন বিশেষভাবে পালিত হয় জেনে নিন Updated: 13 Jan 2025, 01:53 PM IST Anamika Mitra Pongal South Indian Festival: দক্ষিণ ভারতে ভোগি পোঙ্গল উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়। ভোগি পোঙ্গলের দিনটিকে পোঙ্গলের প্রথম দিন হিসেবে বিবেচনা করা হয়। ২০২৫ সালে ভোগী পোঙ্গল উৎসব কীভাবে পালিত হচ্ছে তা জেনে নিন।